রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:২৯

মতলব উত্তরে জেলে নৌকা নিলামে বিক্রি

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে জেলে নৌকা নিলামে বিক্রি
মতলব উত্তরে জেলে নৌকা নিলামে বিক্রি করা হচ্ছে।

মা ইলিশ রক্ষায় ২২ দিনর অভিযানে মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে জব্দকৃত ১টি জেলে নৌকা নিলামে ৩৩ হাজার টাকা বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) উপজেলার মোহনপুরে এ নিলাম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল কালামসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় এলাকাবাসী ও মৎস্যজীবী জেলেগণ।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ২২ দিনের অভিযানে জব্দ ১টি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে। নৌকাটি ৩৩ হাজার টাকা (ভ্যাট, আয়কর সহ ৩৭ হাজার ৯৫০ টাকা) বিক্রি করা হয়।

ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়