প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৬:৩৯
৮ উপজেলার এডহক কমিটি হস্তান্তর করলো চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের নবাগত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা ইউনিট কমান্ড, লিয়াজোঁ কমিটি ও আট উপজেলার ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক (এডহক) কমিটি এবং উপজেলা লিয়াজোঁ কমিটির অনুমোদন দেয়া হয়।
সভায় উপজেলা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের হাতে কমিটি তুলে দেন চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক যুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম রব।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেমসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান পাটওয়ারী ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মিয়াজি।
উল্লেখ্য, সহিদুল আলম রব জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকালীন (১৯৮১-১৯৯১) সময়ে তৎকালীন সরকার থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের জমি বরাদ্দ আনেন।