প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:৩৬
মতলবের ঘরে ভাঙ্গা গ্রামের মনিরুজ্জামানের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘরে ভাঙ্গা গ্রামের মনিরুজ্জামান ( মনু সাড়েং) নিজের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সরকারি খাল দখলের অভিযোগ করে হুমকি ধমকি দেয়ার প্রতিবাদে বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে দশটায় খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন তিনি।
|আরো খবর
তিনি বলেন, আমাদের বাড়ির পারিবারিক কবরস্থানের জন্যে বালু ফেলে ভরাট করি। ওই বালু সরকারি খালে যাওয়ার পর উপজেলা প্রশাসনের নিকট আমাদের প্রতিপক্ষরা খাল দখলের একটি অভিযোগ করেন আমার বিরুদ্ধে। পরে উপজেলা প্রশাসন সরকারি খালের উপর ভরাটকৃত বালু নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্যে নির্দেশ দিলে সেখান থেকে বালু সরিয়ে নেয়া হয়। তারপরও প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে নানা সময় ফেসবুক ও পত্রিকার মাঝে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রমূলক তথ্য দিয়ে সংবাদ প্রচার করেন।তারই প্রেক্ষিতে
পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমাকে ৭ দিনের জেল দেয়া হয়।
তিনি আরো বলেন, হালিম তালুকদার, মুসা তালুকদার, জসিম প্রধান ও মহসিনসহ ক'টি পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ ঢালী বাড়ীর মসজিদে যাওয়া না যাওয়া নিয়ে বিরোধ চলছিলো। আমরা কেন ঢালী বাড়ী মসজিদে নামাজ পড়তে যাই না তা নিয়েই বিবাদের সৃষ্টি হয়।সরকারি খালে বালু ফেলা এটা হচ্ছে তাদের একটি চক্রান্ত। তিনি আরো বলেন, আমি জেল থেকে বেরিয়ে আসার পর আমাকে ও আমার পরিবারকে হুমকি ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি আমি। মামলা করায় আরো বেশি হুমকি ধমকি দেয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে আজ আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সাংবাদিক সম্মেলনে
উপস্থিত ছিলেন হাজী সালাউদ্দিন নান্নু, আব্দুল মোতালেব, মজিব প্রধান, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ মিয়া, সাবেক মেম্বার মো. গোলাম মোস্তফা, মেম্বার কবির হোসেন কালু, মো. শাহআলম মিয়াজী, মফিজ প্রধান, মো. মমিন মিয়াজী প্রমুখ।