প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৬:০৮
রাজধানীতে সড়কে প্রাণ গেলো হাজীগঞ্জের ব্যবসায়ীর

রাজধানীতে সড়কে প্রাণ গেলো আবু সুফিয়ান (৪৫) নামে হাজীগঞ্জের এক ব্যবসায়ীর। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের গাজী বাড়ির সিরাজ গাজীর বড়ো ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শেওড়াপাড়াতে ব্যবসা করে আসছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আবু সুফিয়ান মঙ্গলবার দিবাগত রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইজিবাইকযোগে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে বহনকারী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে শেওড়াপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়।
থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ হাজীগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসে।
নিহতের নিজ এলাকা স্থানীয় প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান মামুন বলেন, বুধবার সকালে জানাজা শেষে নিহত আবু সুফিয়ান গাজীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।