বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৬:৪৯

মৈশাদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মৈশাদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা এলাকায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের শরীর খণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা বাজারের পূর্বদিকে মন্ডল বাড়ির সামনে আসলে রাতে অজ্ঞাত পরিচয়হীন বৃদ্ধ (৮০) ট্রেনের নিচে কাটা পড়ে খণ্ডিত হয়ে যায়।

স্থানীয়রা রাতেই চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই তৌহিদুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে রাতে ওই অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির লাশ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে আসে। পরিচয় শনাক্তের জন্যে চাঁদপুর পিবিআই-এর একটি বিশেষজ্ঞ টিম মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করে।

এরই মাঝে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের লালদিয়া গ্রামের ময়দানখোলা এলাকার তপাদার বাড়ির মফিজুল ইসলাম তপাদার ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তিটি তার পিতা বলে দাবি করেন।

ভোটার আইডি কার্ড সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রমজান আলী তফাদার। তার বয়স প্রায় ৮০ বছর। তার পিতার নাম মৃত জাফর আলী, গ্রাম মধ্য লালদিয়া, ময়দান খোলা, চাঁদপুর সদর ।

পিবিআই সূত্র জানিয়েছে, মফিজুল ইসলাম তপাদার যেসব তথ্য দিয়েছে তার সত্যতা পাওয়া গেছে। সূত্র : আলোকিত বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়