মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০:৩৩

ফরিদগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা

দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমাদের পূর্ব প্রস্তুতি জানা থাকতে হবে

--------ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী ॥
দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমাদের পূর্ব প্রস্তুতি জানা থাকতে হবে

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার ( ১০ মার্চ ২০২৫) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়ালি উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, শেখ শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুবদল নেতা আ. মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম অগ্নিনির্বাপনের মহড়া প্রদর্শন করে।

ইউএনও সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ হঠাৎ করেই আসে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্যে আমাদের পূর্ব প্রস্তুতি জানা থাকতে হবে। তাই আমাদের যদি দুর্যোগের পূর্ব প্রস্তুতি কেমন হবে সে বিষয়ে জানা থাকে, তাহলে দুর্যোগের সময় তা কাজে আসে। বিশেষ করে গ্যাস লিকেজে সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড আমাদের দেশে অহরহ ঘটছে। এর থেকে পরিত্রাণের উপায় হলো সচেতন হওয়া। রান্নাঘরকে সর্বদা বাতাস আসা যাওয়ার মধ্যে রাখা ও সিলিন্ডারে আগুন ধরে গেলে কীভাবে নেভাতে হবে সে বিষয়ে জানা। আমাদের দেশের সাধারণ মানুষ আগুন কীভাবে দ্রুত নেভাতে হয় এ সম্পর্কে বিশেষ কিছুই জানেন না। তবে প্রাকৃতিক দুর্যোগে আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হওয়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস পেয়েছে। আমাদের মনে রাখতে হবে, গ্যাস লিকেজ এবং বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তাই আমাদের একটি নির্দিষ্ট সময় পর পর বৈদ্যুতিক তারগুলো ঠিক রয়েছে কিনা তা দেখা এবং গ্যাস সিলিন্ডারগুলোর সুইচ ঠিক আছে কিনা, কোনো লিকেজ রয়েছে কিনা তা ভালো করে যাচাই করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়