শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ মে ২০২২, ১৮:৩৪

চাঁদপুরে একই রঙের নান্দনিক পোশাকে পুলিশের ঈদ আনন্দ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে একই রঙের নান্দনিক পোশাকে পুলিশের ঈদ আনন্দ

একই রঙের পাঞ্জাবি পড়ে এবার ঈদ আনন্দের ঈদ উদযাপন করেছে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা। প্রায় দেড় হাজার পুলিশ সদস্য স্ব স্ব কর্মক্ষেত্রে শুধু ঈদের নামাজের জামাতে অংশ নেওয়া নয়, পরে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ও করেন এই পাঞ্জাবি পড়ে। এতে বাদ পড়েননি নারী পুলিশ সদস্যরাও। ঠিক একই রঙের শাড়ি পড়েন শতাধিক নারী পুলিশ সদস্য।

এমন নান্দনিক দৃশ্য দেখা গেছে চাঁদপুর পুলিশ লাইনে।একই রঙের পাঞ্জাবি পড়ে তারা ঈদুল ফাতরের নামাজ আদায় করে।

পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রথম ব্যতিক্রমী এই আয়োজন করে বলে জানা যায়। পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের গায়ে ছিল একই রঙের পাঞ্জাবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়