বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ২২:১৮

এএসপি ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
এএসপি ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবেদ সাত্তার পাঠান ফাউন্ডেশনের (এএসপি) উদ্যোগে দরিদ্র পরিবারকে মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল আর্থিক অনুদানের চেক বিতরণের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

আছির মোরশেদ পাঠানের সভাপ্রধানে ও মুফতি মিজানুর রহমান রায়হানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান জোবাইর আজীম পাঠান স্বপন ও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় ৮০টি দরিদ্র পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়