প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ২০:১০
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ঈদ উপহার পেলো শতাধিক অসহায় পরিবার

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের পক্ষ থেকে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ১২০ জন অসহায় পরিবারের জন্য প্রতিটি প্যাকেটে ছিলো সেইমাই, চিনি, দুধ, চাল, ডাল ও তেল।
|আরো খবর
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটাঃ এমএ হান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নুরুল আমিন খান আকাশ, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ মো. জামাল হোসেন, রোটাঃ সফিউদ্দিন আহমেদ, রোটাঃ আব্দুল বারী জমাদার মানিক, ইলেক্ট প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, রোটাঃ ডা. মাসুদ হাসান, রোটাঃ ডাঃ রাশেদা আক্তার, রোটাঃ আমিনুল্লাহ শেখসহ ক্লাব সদস্যবৃন্দ ।