বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ২৩:৪৪

হাজীগঞ্জের মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জের মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জের মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪১৩ জন ভোটারের মধ্যে ৩০৩ জন অভিভাবক তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

 ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। নির্বাচনে ৩০৩ ভোটের মধ্যে ২৭৯ ভোট বৈধ ও ২৪ ভোট বাতিল হয়। নির্বাচনে প্রত্যক্ষ ভোটে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য বিনাপ্রতিদ্ব›দ্ধীতা নির্বাচিত হন।

 নির্বাচনে  ১৬৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবুল কালাম,  ১৪৮ ভোট পেয়ে দ্বিতীয় মাফুজুল হক, ১২৯ ভোট পেয়ে তৃতীয় আব্দুস সাত্তার ও ১৩৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন জসিম পাটোয়ারী। এ সময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়