বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ২০:১৫

জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া

স্টাফ রিপোর্টার
জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া

চাঁদপুর পুরাণবাজার জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসায় সপ্তম রমজানের দিন শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আবদুর রশিদ বেপারীর (রূপালী রাইস মিল) রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া ইফতারের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা খাজা আহমাদুল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর চেম্বার সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম সেলিম এবং চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, চাঁদপুর চেম্বার সিনিয়র পরিচালক মাইনুল ইসলাম কিশোর, ২নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক শেখ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ হাসানসহ মরহুম আঃ রশিদ বেপারীর পরিবারবর্গ। এছাড়া ইফতার ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, ছাত্র ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানের আগে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল মাদ্রাসা পরিদর্শন করেন এবং পৌরসভার পক্ষ থেকে মাদ্রাসার উন্নয়ন কাজ আরো এগিয়ে নিতে সহযোগিতা করার আশ^াস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়