মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ২০:৪৩

প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করলেন চেয়ারম্যান শিশির

মোহাম্মদ মহিউদ্দিন
প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করলেন চেয়ারম্যান শিশির

কচুয়ায় প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক প্রতিবন্ধীর সাথে ইফতার করেন তিনি।

এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন অবহেলিত মানুষগুলো কোনো না কোনো মায়ের সন্তান। আমরা তাদের অবহেলা করি। তাদের ইফতার করার মূল উদ্দেশ্য হলো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষগুলোকে মূল্যায়ন করা। আমি মনে করি, প্রতিবন্ধীদের সাথে ইফতার করার মধ্য দিয়ে সমাজের বিত্তবানরা আমাকে অনুকরণ করে প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসবে। এ সময় তিনি প্রতিবন্ধীদের সাথে কুশল বিনিময় করেন এবং সবাইকে যাতায়াত ভাড়া প্রদান করেন।

ইফতার অনুষ্ঠানে কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ মোস্তফা আনোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়