বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৯

মতলবে সাংবাদিক সফিকুল ইসলাম রিংকুর বাবার দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে সাংবাদিক সফিকুল ইসলাম রিংকুর বাবার দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা
সাংবাদিক রিংকুর পিতা রফিকুল ইসলাম।

মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা সদরস্থ ৩নং ওয়ার্ডের মধ্য কলাদীর স্থায়ী বাসিন্দা সাংবাদিক সফিকুল ইসলাম রিংকুর বাবা মরহুম আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দ্বাদশ (১২তম) মৃত্যুবার্ষিকী

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ আসর মধ্য কলাদী জামে মসজিদে মরহুমের জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মধ্য কলাদী মসজিদের ইমাম মুফতি মো. আল-আমিন। মরহুমের দোয়ায় এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে এলাকার স্থায়ী বাসিন্দা সোলেমান হাজী বলেন, রফিক ভাই অনেক ভালো মনের ছিলো, আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক। সাংবাদিক সফিকুল ইসলাম রিংকু তার বাবার জন্যে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের এই দিনে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও এক স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়