মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২

লঞ্চঘাটে দেড় হাজার পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার ।।
লঞ্চঘাটে দেড় হাজার পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক
চাঁদপুর লঞ্চঘাটে দেড় হাজার পিচ ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা নূরুল আমিন (২৬)।

চাঁদপুর লঞ্চঘাটে ১ হাজার ৫৩০ পিচ ইয়াবাসহ নূরুল আমিন (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে নৌ-থানা পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আটককৃত নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান চাঁদপুর নৌ থানার ওসি একেএমএস ইকবাল।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ'র ২নং পন্টুনের ওপর থেকে তাকে আটক করা হয়। চাঁদপুরে নৌপথে ইয়াবার চালানসহ কোনো রোহিঙ্গা আটক হবার ঘটনা এটাই প্রথম।

চাঁদপুর নৌ-থানা পুলিশ জানায়, চাঁদপুর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানার ওসি একেএমএস ইকবালের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ'র ২নং পল্টুনের ওপর থেকে রোহিঙ্গা যুবক নূরুল আমিনের প্যান্টের বাম পকেট থেকে কালো স্কচটেপ মোড়ানো ১ হাজার ৫৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযানে চাঁদপুর নৌ-থানার এস আই আবুল হাশেম, কন্সটেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৬ হাজার টাকা। চাঁদপুর নৌ-থানার ওসি এ কে এম এস ইকবাল জানান, রোহিঙ্গা যুবক নুরুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়