প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ২০:১৩
ফরিদগঞ্জের ৬নং গুপ্টি ইউনিয়নে ভিজিএফে’র চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি ইউনিয়নে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
|আরো খবর
২৬ এপ্রিল মঙ্গলবার সকালে ৬ নং গুপ্টি ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ।
চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদের পরিচালনায় এ ইউনিয়নে ১২৯৫ জনের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরনের উদ্বোধন করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ট্যাগ অফিসারের প্রতিনিধি, ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান বুলবুল জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমার ইউনিয়নে ১২৯৫ জন হতদরিদ্রের জন্য ১০ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। আজ এ চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।